বিদ্যে বোঝাই আদুরে লাল, বিলেত থেকে ফিরে,
নিয়ে এলো বিষ করোনা, মুখে হাতে ভরে।
মা নাকি তার বিশাল হনু, আমলা দেরও বাড়া,
তাইতে সেই কুষ্মান্ড অকাল পেয়েছে আশকারা।

তা, সে হেন আদূরে লাল, মায়ের সাথে মিলে,
ছিটিয়ে দিলো মারণ রোগের বিষ চারিদিক ঘিরে।
বাবাও তার কম যান না, বদ্যি সে এক মস্ত,
ছেলের দিকে দেন না নজর, এতই তিনি ব্যস্ত।

তিনিও এমন একটি আকাট, একইসাথে ফিরে,
হাসপাতালে মিশে গেলেন, হাজার রোগীর ভিড়ে।
ছড়ায় সে বিষ দ্রুতলয়ে এক থেকে দশ হাতে,
দশ থেকে শত-হাজার হাতে ছড়ায় ভিড়ের সাথে।

তুমি আমি তারই শিকার মনের কোণে ভয়,
ছোবল হেনে এবার বুঝি 'করোনা'র-ই জয়।
আর থেকো না বেঁধে বেঁধে, এবার ছেড়ে থাকা,
দুহাত দূরের ভালোবাসাই জেনো বাঁচিয়ে রাখা।

          *****************