সংস্কার হীন ক্ষমতা লোলুপ,
রক্তবীজের ঝাড়-
হিংস্র শ্বাপদ, দেশকে তারা,
ছিঁড়ে গেছে বারবার!
চুষে চলেছে টাটকা রক্ত,
যুবসমাজের মাথা!
মিথ্যাচারের দীক্ষা দিয়ে,
ভরছে তাদের খাতা-
বিরুদ্ধবাদ আর স্বেচ্ছাচারে,
কর্ম ডুবেছে জলে!
ধর্মঘট আর কর্মে জট,
এটাই এরা বলে!
শিক্ষা শিল্পে বিপ্লব হাঁকে,
বন্দুকে গাঁজা ভরে!
সনাতনী পাঠ, ভক্তি শ্রদ্ধা,
উড়ে গেছে লাল ঝড়ে!
মদ, মৈথুন, মাও, মার্কসে,
মোক্ষ খুঁজেছে এরা !
লালের আড়ালে ঘোর বামরোগী,
দূরাচারী সৃষ্টিছাড়া।

  ########