কুলডিহার রামবাবু, বেশ তার স্বাস্থ্য,
খিদে পেলে খেয়ে নেয়, গোটা পাঁঠা আস্ত!
জং ধরা দাঁতে পিষে খায় পান সুপুরী,
তেঁতুলের বড়ি খেয়ে খেপে গেলো মস্ত।
মনটাও ভালো নেই, টকে গেছে দাঁত তার,
একে ওকে ধমকায় করে মুখ কদাকার-
সে হেন রামবাবু পেয়ে গেলো জোর ভয়,
যেই শোনে বাঘ ঘোরে জঙ্গলে গহীরার!
মানে মানে সরে পড়ে, রবি গেলে অস্ত,
আমরা সব ভয়ে মরি, উড়ে যায় হুঁশ তো-
বাঘে ভুতে দাপাদাপি, ফেউ ডাকে রাতভর,
রামবাবু বাড়ি গিয়ে খায় আলুপোস্ত।
@@@@@@@@@@@@@@