চপশিল্প, কাশের বালিশ,
বালি, মাটির সিন্ডিকেট,
তোলাবাজি আর ভাতার রাজে-
বাঙ্গালী আজ ভরছে পেট।

সরকারী সব চাকরি যত,
দশহাজারে খায় সিভিক,
এমএ বিএড পড়ে মানুষ-
ধর্নাতে চায় চাকরি ভিখ।

উচ্চমেধা কবেই গেছে,
মধ্যমেধাও পগার পার,
নিম্ন মেধায় রাজ্য ভরে-
ঘটেতে তার নাইকো সার।

তুঘলকে রাজ্য চালায়,
কারুর তাতে নাইকো হুশ,
চু কিৎ কিৎ খেলছে সবাই-
দশ দিকেতে দশ ফানুস।

নাইকো শিল্প, নাইকো চাকরি,
নাইকো শিক্ষা নাই আচার,
চোর ডাকাতের খেয়োখেয়ি-
রাজ্য যেন ই'য়ের খোঁয়াড়।

পাঁচটা দশক এমন ভাবে,
গেছেই চলে বেমতলবে,
আগামী দিন দেখবে যারা-
এই পথে কি তারাও যাবে?

✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️