#জাস্টিস_ফর_আরজিকর
বৃষ্টি অঝোরে, জনপ্লাবন,
হেঁটে চলে এক স্বর,
বিচার চাইছে নীরব প্ল্যাকার্ড-
জাস্টিস ফর আর জি কর।
প্রতিবাদ তুমি করছ করো,
মোমবাতি হাতে নিয়ে,
এর বেশি কিছু বলতে যেও না,
খুনের বিচার চেয়ে।
এভাবে চলবে আর কতদিন,
রোষের আগুন গিলে -
জেনো, রক্ষক আর তক্ষক আজ,
মিশে গেছে দুইয়ে মিলে।
জনগণ জেনো জেগে আছে তবু,
কর্তৃপক্ষ চুপ,
তিলোত্তমার ছবির সামনে-
শুধু পুড়েই চলেছে ধুপ।