যে ভাষাকে আগলাতে গিয়ে বয়েছে রক্তধারা,
সেই ভাষা আজ বড় দুর্ভোগে, শব্দেরা দিশেহারা,
শুদ্ধ বাংলা নেই কারো মুখে-
গভীর প্রেমেতে সুখে কিবা দুখে-
বিদেশী ভাষার গলি ও ঘুঁজিতে, হারায় আবেগ যারা,
হিন্দি, আরবী, ইংরেজি মাঝে, বাঁধা পড়ে গেছে তারা।

বাংলা বাক্য আওড়াতে গিয়ে, শতেক হোঁচট খেয়ে,
খিচুড়ি ভাষায় ফিরে ফিরে আসি, বাঁচি যেন হাঁফ ছেড়ে,
বুকে গুলি খেয়ে বহু তাজা প্রাণ-
ভাষা দিবসেতে দিলো বলিদান-
এইভাবে রোজ তারা প্রতিদান, পাচ্ছে বাংলা জুড়ে,
আর বাঙালী ক্রমশঃ যাচ্ছে হারিয়ে, মিশ্র ভাষার ভিড়ে।

         @@@@@@@@@@