আকাশ জুড়ে ওই কি আসে বাদল মেঘের দল?
চারিদিকের মাটি শুখায় কোথাও নাই জল!
গরম হাওয়া ধানের শীষে,
পোড়ায় ফসল তাপের বিষে,
আদিগন্ত দাবদাহে দগ্ধ আকাশতল!
দূর আকাশে যায় না দেখা ঘন মেঘের দল।
অসীম আশায় কৃষক কেবল আকাশ পানে চায়!
এই বুঝি ওই দিগবলয়ে বাদল দেখা যায়!
ফুটিফাটা মাটির ফাঁকে,
মহারুদ্র ছবি আঁকে,
ঝলসে যাওয়া গাছের বাঁকে প্ৰখর বায়ু ধায়!
হতাশ কৃষক বিফল আশায় আকাশ পানে চায়।
শুকনো পাতায় ঘূর্ণি তোলে বাতাস অবিরল!
দৃপ্ত রবি ঢালছে অনল তপ্ত হলাহল!
অগ্নিবানে শোষণ বাড়ে,
তৃষ্ণা হানে জগৎ জুড়ে,
দূরদূরান্তে মরীচিকায় দীঘির জলের ছল!
গরম হাওয়ার ঘূর্ণি তোলে বাতাস অবিরল।
নিঃশ্বাসে আজ ঘোর লেগেছে স্তব্ধ ধরিত্রীর!
তাই কি বুঝি আজ সে অলস, অহ্ন গতি ধীর?
নুয়ে পড়ে ক্ষেতের ফসল,
বিছিয়ে দেয় সোনার আঁচল,
অস্থিরতায় মেলে ডানা 'ফটিক জল'-এর ভিড়!
হৃদমাঝারে বহ্নি-জ্বালা বিরস পৃথিবীর।