তোর সাথে যে চাঁদের অনেক মিল,
জোতস্নাতে তোর হাসি আলো আঁকে..
তোর রূপের ছটায় তারারা ঝিলমিল,
তিস্তা নাচে দেহের আঁকে বাঁকে।
তোর মেঘলা চুলের অবুঝ ওড়াওড়ি,
চোখের পাতা পড়ছে যে নিশ্চূপে…
হাওয়ার পরী নিঃসারে দেয় পাড়ি,
জোনাক জ্বলে সাঁঝের ঘেরাটোপে।
তোর গালের টোলে মিশলে ঘন আঁধার,
নোনতা জলের ফোঁটায় দুচোখ ভরে….
কাজল কালো চোখে গোপন ব্যাথার,
আর্তি হয়ে অশ্রু আকুল ঝরে।

*****************