ওরে ও বুদ্ধিজীবি, ✍️
আর কতকাল চুপ করে র'বি,
মুখে দিয়ে তালা চাবি?
ভাতা গিলে বুঝি কমে গেছে তোর,
বিষাক্ত জিভের ধার!
দেখিনা এখন তোর ধ্যাষ্টামো,
আর, আঁতলামী কারবার!
তোর, মা বোনেদের কাপড় খুলছে!
দ্যাখ্, দুঃশাসনের জাত,
পাঁচশ হাজারী খোরপোষ দিয়ে!
দিচ্ছে শরীরে হাত।
আঁচড়ে খাবলে ছিঁড়ছে শরীর!
লুটছে রে দুরাচারী,
সন্দেশখালি বিপন্ন আজ,
অসহায় বেআব্রু নারী।
এখনো কি গরম হয়নি রক্ত !
ভাঙ্গছে না শীতঘুম ?
ঘুমিয়ে তেলিয়ে তোর বিপ্লব,
খেয়েছিস কার নুন?
তাবেদার কোনো কুকুরের ল্যাজ
দেখেছিস হতে সোজা?
তাইতো এই গণবিদ্রোহেও
তোদের চোখগুলো আছে বোজা।