কালা-পানির ওপার থেকে, আজও যেন ভেসে আসে,
আন্দামানের গরম বাতাস, তোমার দীর্ঘশ্বাসে।
হাহাকার আজও জেল করিডোরে, পদাঘাত ভারী বুটে,
নিঃশ্চুপে ব্যাথা সয়ে পিঠে ক্ষত, সুতীক্ষ্ণ বেয়নেটে।
তুমি-ই পুঁতেছিলে বিপ্লব বীজ, ফল খেয়েছিল কেউ,
মহাসাগরের পারে উঠেছিল, উগ্র রাষ্ট্রবাদের ঢেউ।
আন্দামানের মাটি আজও ভেজা, তোমার রক্ত ঘামে,
ফিরিঙ্গিদের বুক কেঁপেছিল, বীর সাভারকার নামে।
আলো আঁধারির কালকুঠরির, রংচটা ভারী দেওয়ালে,
কাঠকয়লায় লিখে রাখা গাঁথা, আজও যেন কথা বলে।
কারাবাস ঘেরা অত্যাচারিত, তোমার জীবনরথে,
দুঃসহ ব্যথা নিয়ে গেছো বয়ে, কোন্ অজানা পথে?
ঝরায়নি যারা দেশের জন্য, একটি বিন্দু ঘাম,
তারাই মাপছে নিক্তিতে আজ, তোমার দানের দাম!
বিধর্মী তারা, হিন্দু সংহতি, রোজ করে ছারখার,
বুঝবে কি তারা তোমার দান, হে বীর সাভারকার!
*******************************