কখনো কি হঠাৎ করে,
পড়ে মনে আমার কথা?
গানগুলো যা লেখা ছিল
ওলট পালট ভরা খাতা ?
ছিল শুধু তোমার জন্য,
যা নিয়ে রোজ নিঝুম রাতে!
রোজ অবিরল দু চোখের জল,
মুছে গেছি এই দুহাতে।
ভুলের বশে আজও যখন,
এই দুটো হাত হাতড়ে বেড়ায়!
তোমার গায়ের গন্ধ যখন,
পাগল করে মাতাল করায়!
ভীষণ তখন ইচ্ছে করে,
তোমার বুকে দুকান পেতে!
মিলিয়ে যাই অলিগলি,
নতুন করে প্রতি রাতে।
খোয়াই বনের গাছের ছায়ায়,
কেমন করে আমার গাওয়া!
গানের কলি খুঁজেছিল ,
বাউলের সুর পলাশ ছোঁয়া!
আজও যখন চুপটি করে,
ওলট পালট ভাবতে থাকি!
আকাশ পাতাল অতল গভীর,
মনে যে হয় সবই ফাঁকি।
শুধু ফাঁক ছিলোনা ভালোবাসায়,
দিয়েছিলাম উজাড় করে!
সাজিয়েছিলাম চোখের পাতায়,
বুক ভাঙা আজ খণ্ডহরে।