হিংসার বিষ নিঃশ্বাসে মিশে-
বইছে অনর্গল,
মহোল্লাসে উৎসবে মাতে-
রক্তবীজের দল।
হানছে আঘাত নিদারুণ ক্রোধে-
হৃদয়ের মাঝখানে,
ভুলছে শিক্ষা ও শিকড়ের দান-
বিদেশি আচ্ছাদনে।
তোমার মূর্তি হেলায় গুঁড়িয়ে-
পিশাচেরা দেখো নাচে,
উল্লাসে সেঁকে নেয় কালো হাত-
নরকের লাল আঁচে।
রক্তবীজেরা ভাঙছে ভিত্তি-
ছিঁড়ছে দেশের নাড়ি।
গোগ্রাসে গিলে তরতাজা প্রাণ-
ছিঁড়েখুঁড়ে আড়াআড়ি
ধ্বংসলীলার লেলিহান গ্রাসে-
তেরঙা আকাশে জ্বলে,
শিক্ষা-দীক্ষা মন ও মনন-
ডুবে গেছে হলাহলে।
এখনো কি আরো আছে বাকি !
ভাঙতে মায়ের বুক ?
'শিকাগো'তেই হায় বাঁধা পরে গেল,
বিশ্বজয়ের সুখ।
***********