তুমি অমর্ত্য, নামেতে অমর, মুখে অম্লান হাসি,
তোমার নামেই 'আমরা বাঙালি' গর্বিত দেশবাসী।
অর্থনীতিতে নোবেল পেয়ে করলে বিশ্বজয়,
বাণীর বরে অর্থশাস্ত্রে নতুন সূর্যোদয়।
হঠাৎ আলোর লাগলো ছটা, ধাঁধিয়ে গেল যে চোখ,
নির্ভরতার স্বপনেতে বুঁদ, আমরা নিস্পলক।
এইবার বুঝি ভারতবর্ষ মাথা তুলে সব ছাড়িয়ে,
অর্থনীতিতে বিজয়ী হবে, দৃঢ়তার সাথে দাঁড়িয়ে।
আশায় ছিল আমার এদেশ তোমার সর্বনামে,
পরিচিত হবে বিশ্বব্যাপী, সার্থক প্রতিদানে।
যেমনটি আছে রবির ভারত, সাহিত্য, গীত ও রাগে,
উজ্জ্বল আছে আজো তার দান দারুন আত্মত্যাগে।
কিন্তু যে হায় আদ্যোপান্ত তোমার বিদেশ প্রীতি,
ভুলিয়ে দিয়েছে এ মাটির ঘ্রাণ, এ দেশের রীতিনীতি।
তোমার জ্ঞানের কনাভাগ যদি লাগাতে দেশের কাজে,
অর্থক্ষমতায় দেশ হত সেরা বিশ্বজগৎ মাঝে।
অবাক আমরা যখন দেখি তুমিও ক্ষমতা ভোগী,
তুমিও হলে অতি পেশাদার, দাম্ভিক ও বাম-রোগী।
অর্থনীতিকে ছাপিয়ে তোমার রাজনীতি বড় হয়,  
নিজের স্বার্থ ও মতাদর্শে, দেশের স্বার্থ ক্ষয়।

             @@@@@