চলছে পাখা বনবনিয়ে,
কোকিলে গায় গীত-
জন্মে কখনো শোনেনি কেউ,
এমনধারা শীত।
লেপ কম্বল সবই শিকেয়,
গরম জামা চুলোয়-
পাচ্ছি না স্বাদ তেমনও আর,
লালচে সাদা মুলোয়-
নলেন গুড়ের পায়েস পিঠে,
যাচ্ছি সবই ভুলে-
রুগ্ন শীতে প্রাণ জেরবার,
জ্বলছি মশার হুলে।
মাঘের শীতে মন্দ হাওয়ায়,
দক্ষিণরায় নাচে-
আজব শীতে হাঁস-জারুও,
মরছে হেঁচে হেঁচে।

************