এপাশ ওপাশ করি হাঁসফাঁস,
টক জল এ বুক ভরা-
দমকে দমকে ওঠে বিশাল ঢেকুর,
এই বুঝি যাই মারা।
হেজে গেছে সব, গলা বুক মুখ,
হাতরেছি রুখস্যাক-
এনজাইম টাই ভুলে গেছি নিতে,
বাকি সব ঠিক ঠাক।
চোঁয়া চোঁয়া স্বাদে জ্বলে ওঠে বুক,
পরান পুড়িয়া যায়-
মনে হয় সবেতে জ্বলছে আগুন-
প্রাণ টাই টেকা দায়।
কি করি, কি করি, জ্বলনেতে মরি,
হয়েছি পাগলপ্রায়-
মাথা ঝন ঝন, দাঁত কন কন,
মরছি গ্যাসের ঠ্যালায়।
আঁতিপাঁতি খুঁজি সবকটি কোন,
টেবিল, ডেস্কে, বিছানাতে-
যদি বা মেলে রেখে যাওয়া ভুলে,
একটা বড়িও কোন মতে।
চুলোয় রইল ঘুম, রাত্রি হল নিঝুম,
এক ঘটি জল ভরি পেটে-
পেট ভরা জল করে ঢল ঢল,
ভুট ভাট শব্দেতে ফাটে।
যদিবা জ্বলন নেভে কোনমতে,
পুনরায় জাগে মহাতেজে-
অ্যাসিডিটি কি ভীষণ, বোঝে শুধু সেই জন,
যেই জন এর ওষুধ খোঁজে-
আর নেই ভয়, এসেছে সময়,
অ্যাসিড ভাগাও মহাবেগে-
শান্তির ঘুম নিয়ে এসো ফের,
কাটিও না আর রাত জেগে।
*************