মাঝেমধ্যে ভালবাসার ভাগ বাটোয়ারা টের পাই
ভিখেরির মত আমিও থালা হাতে বসে যাই
তোমার যাওয়া আসার পথের ধারে!
শুকনো রুটি কিংবা কানাকড়ি যদি মিলে যায়!
যদি মিলে যায় শুকনো কোন ফুল-
যা তোমার খোপায় বেধেছিল ঘরবাড়ি !

বড় বড় সব ফেরিওয়ালারা
ভিখেরি বেশে  তোমার দুয়ারে মাথা ঠোকে,
স্তবকতা কতশত!

আমি শুধু দূর কোন দুয়ার আগলে রাখি
যদি কোনদিন কোন ভুল পথ
কোন অচেনা প্রয়োজনে
ভুল দুয়ার কড়া নাড়ার গান শুনিয়ে যায়!

ভালবাসার ভাগ বাটোয়ারায়  
আমারো ইচ্ছে,
কিছু ভালবাসা আসুক....
পাইনা!

সিউল
০২ জানুয়ারি ২০১৮