প্রিয় বন্ধু ছুয়ে দে একবার
হৃদয়ের হাসফাস যত জমা
নিংড়ে ফেলি আয়!
উজান গাঙয়ের
মাঝি আমি আজীবন,
বৈঠা ঠেলে ঠেলে
হাতের কড়ায় গজানো
দগদগে ঘা খেয়ে যায় মাছি,
হৃষ্ট পুষ্ট হয় অচেনা শ্যাওলা আমারি উঠোনে
জন্মায় সব রক্তলোলুপ ক্যাকটাস!
অনিচ্ছার গলাগলি
ক্ষতবিক্ষত পরান
শতবর্ষের তৃষ্ণা, প্রতিক্ষায় -
আর একটিবার
দিগন্তবিস্তৃত কোন মাঠে এলিয়ে শরীর
বিশাল আকাশ দেখি
শব্দহীন নিঃশব্দ যত কথা
শেষ হোক নিঃশব্দে আবার।
তারপর তোর ছুয়ে দেয়া স্রোতে
জমা হোক পলিমাটি
চাষ হোক আপন জীবন আবার !!
সিউল
১১ জানুয়ারি ২০১৮।