(১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে বিজয় মুহুর্তে কিছু ছবির প্রেক্ষাপটে লেখা)
এরকমই কোন একটি ছবিতে
যে ছবি তোলা হয়নি আর
হবেওনা কোনদিন আমার মুক্তিযোদ্ধা পিতা ছিলেন।
এরকমই কোন একটি ছবিতে
যে ছবি তোলা হয়নি আর
তোলা হবেওনা কোনদিন
আমার ভাইয়ের পিতা লাশ হয়ে পরেছিলেন।
এরকমই কোন একটি ছবিতে
যে ছবি তোলা হয়নি আর
হবেওনা কোনদিন তুমি উচ্ছাসে বলেছিলে
জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি বলেছিলে
এই রাষ্ট্র আমার! এটা আমাদের রাস্ট্র!
সেই রাষ্ট্র
একদিন জাতির পিতার রক্তে রঞ্জিত হয়েছিল
সেই রাষ্ট্র
একদিন ভুল ইতিহাস শিখিয়েছিল
সেই রাষ্ট্র
একদিন তোমাকে অবহেলা করতে শিখিয়েছিল।
সেই রাষ্ট্র যন্ত্রে
তুমি শুধু একজন দর্শক
সেই রাষ্ট্র যন্ত্রে
তুমি শুধু একজন ১০ হাযার টাকার একটি চেক!
তোমার দারিদ্র্যতা
তোমাকে সমাজ থেকে ছিটকে ফেলেছে
তোমার দারিদ্র্যতা
তোমার প্রজন্মকে করেছে কুলি কিংবা মজুর
তোমার দারিদ্র্যতা
তোমাকে, তোমার ছিনিয়ে আনা রাষ্ট্র,
তোমাকে করুনা করে!
আজ মধ্যে রাতের পর থেকে
সেই রাষ্ট্রের কিছু সুবিধাবাদী মানুষ
তোমাদের সামনে প্রসংশার বান ছড়াবে
তুমি শুনবে হাসবে
তুমি শুনবে হাসবে
তুমি শুনবে হাসবে অথবা
বধির হয়ে থাকবে!
হয়ত তারা তোমাকে
তাদের উঁচু আসনের নিচে কোন আসনে
হতে পারে তাদের পায়ের সমান্তরালের নিচের
কোন বেঞ্চিতে বসিয়ে মনে মনে অবহেলার হাসি হাসবে
আর বলবে ' বেটা দ্যাখ এই রাষ্ট্র কার? '
তোমাদের দুর্বল প্রজন্ম
এই সুবিধাবাদীদের কাছে কত শক্তিহীন
যদি জানতে পিতা!
যদি সত্যি দেখতে পেতে এদের অন্ধকার
ফন্দি ফিকির!
তুমি যদি বুঝতে তোমার প্রজন্মের প্রতি
কি নিদারুণ সংঘবদ্ধ উপহাস তাদের!
সবাই ভুলে যাবে
শুধু ইতিহাস ভুলবেনা কোনদিন!