সত্যি কি ভালবাসছিস বাংলাদেশকে ;
নাকি ডানা ছাঁটছিস?
নাকি একটি অথর্ব বাংলাদেশ চাচ্ছিস?
যেখানে অপদার্থ প্রজা আর তুই অপদার্থ মালিক!
আমরা তো ছুঁই না তোকে
লজ্জা করে ঘৃণা করে ;
গু পোকা খেয়ে খেয়ে বাচে তোর জীবন;
সমাজবিধি থেকে বিতাড়িত মুখ লুকিয়ে
চলিস তুই ;
তোর গায়ের দূর্গন্ধ নাকে লাগে -
তবুও ভাবি মানুষ নামক এক প্রানী তুই ;
মানুষ হবি একদিন - ভরসায় নাক চেপে রই ;
সবুর কর, তোদেরি হয়ত আসবে দিন!?
শকুনের ভাগাভাগি আর শীত্কার
নাড়িভুঁড়ির পচা স্বাদে ডুব দিয়ে করিস
হাহাকার আর মাতন!
এখনো দামিনী সিংহিনী পাহারায় ;
মৃত্যুর শতাঘাত প্রতিদিন যাকে করে মৃত্যুঞ্জয়ী!
এখনো জাতির পিতার অনেক স্বপ্ন বাকি!
এখনো ক্ষুধার্তের হাহাকার
নিঃশব্দে বেজে ওঠে;
বধিরের ভাষা বোঝা এখনো বাকি ;
আসেনি, আসেনি সময় এখনো তোর
সাজু, এখন সময় তোর নয়।
এখনো অনত মাথা
এখনো অনত শত কলম জেগে রয়।
সাজু এখন তুই ঘুমো বেঘোর
শকুনের দিন আসুক
শকুনের সাথেই মিলিয়ে নিস
কুকুরের মত জীবন তোর!