কবির স্বীকারোক্তি
কবির দৃষ্টির যে গভীরতা আছে
তাতে পাপ নেই, কোন খাদ নেই
মমতা আছে, ছুঁয়ে যাওয়া স্নেহ আছে
আর আছে এক নির্লোভ বয়ে যাওয়া।
ভালবাসলে কবিরা পোষা বিড়াল হয়ে যায়
ভালবাসা পেলে কবিরা বিড়াল হয়ে যায়
মিউ মিউ করে গাইতে থাকে
সে গানে কোন পাপ নেই, থাকতে নেই যে।
সে সুর যে জানেনা, চিনেনা যে
অপরাধ হয়ে যায়, চলে যায় ভুল ঠিকানায়,
সেখানে অযাচিত অহংকার সব, বেদনাময়।
হুইল চেয়ারে বসে থাকা একটি আদর ভরা মুখ,
কিংবা বয়সী বটের জটের মত
গভীর রেখায় আকা ফোকলা কোন মুখ,
কবি এক নিমিষে ভালবেসে ফেলতে পারে,
তাতে কোন মোহ নেই, লালসা নেই,
তাতে কোন পাপ নেই।
কবিরা ভালবেসে ফেলতে পারে একটি ফুল
কবিরা ভালবেসে ফেলতে পারে একটি পাখি
কবিরা ভালবেসে ফেলতে পারে একটি সুন্দর মুখ
একটি সুন্দর পায়ের নিখুঁত গোড়ালি
একটি আংগুলের উপর লেগে থাকা একটি মাত্র নখ
একটি স্নেহময় সহৃদয় মন -- কবি ভালবেসে ফেলতে পারে।
কোন এক শুকনো নদীর তলদেশে পরে থাকা,
শ্যাওলায় জড়ানো এক খন্ড পাথর,
কিংবা আকাশে একাকী উড়ে বেড়ানো
এক গুচ্ছ সাদা মেঘের সাথে রোদ্দুরের খেলা,
কবি ভালবেসে ফেলতে পারে।
কারন কবিরা ভালবাসলেই তা কবিতা
কবিরা ভালবাসে বলেই সব কিছু কবিতা
কবির ভালবাসায় পাপ নেই,
কবির দৃষ্টিতে যে গভীরতা আছে,
তাতে ভক্তিগীতি আছে, তাতে পাপ নেই।
ভুল গহ্বরের অন্ধকার কিংবা
ভুল অহংকার কবি সইতে পারেনা
কবির মরে যেতে ইচ্ছে করে।
চিত্তক্ষোভে বলে উঠতে ইচ্ছে করে
কবিরা পাপ করেনা
কবিরা পাপ করতে জানেনা
কারন কবিরা আজন্মকাল কবি।।