১.
মানো, নাইবা মানো
ভুল ছিল বৃষ্টিতে
তারপরেও ভুল ছিল
ভুল ছিল সৃষ্টিতে।
দিয়েছ যা জেনেছ
আরো জানার ছিল
জানার ছিল কৃষ্টিকে।
২.
ছিটেফোঁটা জ্ঞ্যান দিয়েছ
ভয় দিয়েছ তার বেশি
প্রশ্ন গুলো বাকিই ছিল
জানতে না তার দাম বেশি।
যুগের তালে বদলে যাবে
ধরা খাবে গোঁজামিল
গোঁজামিলে এখন গাজার নেশা
আত্মাহুতিই সপ্ননীল!
৩.
কথায় কথায় সংখ্যা এখন
যুক্তি বুদ্ধি- মুড়কি খই!
তেল ঝাল আর টক ঝাল দই
খাটি - সব ঘানি ভাঙা তেল
মিছেমিছি সব
মাথায় ভেঙেছ বেল।
৪.
কাটাকাটি আর ফাটাফাটি
মনুষ্য জীবন হয়েগেল মাটি!
হা হা হা! ছাগলের ২ পা
হা হা হা পাঠার ২পা!