একেবারে প্রানের কাছে উটের গ্রীবার মত উঠে আসে
ছাড়িয়ে সবকিছু : মেলে আধফোটা গোলাপের মতন
হেসে ওঠে : একটুখানি বাঁকা চাঁদ ছোঁয়া ঠোঁটের কোনায়
হাঁসির রঙে : রাঙিয়ে দেহমনের ঈশান কোণ চলে যায়
দূর কোথাও : আর ফিরবেনা নাকি? একা একা কাটাবে
দিন রাত্তির : চলবে সে পথ যতদূর জানা অজানা
চিনবে সে : আলো যে হারিয়ে যায় যেখানে আঁধার
জমা হয় : চোখের সীমার বাহিরে নিকষ কাল অন্ধকারে
কোনদিন :সে পথের শেষে দেখা হয় যদি আহ্লাদে
প্রান আনচান : উঠের গ্রীবার মত মন যদি চোখ মেলে
মিলে মিশে যাবে নাকি ? পথ পাবে নাকি ফিরিবার ?
( একটূ অন্যরকম চেষ্টা )