স্বপ্ন হয়ে প্রিয় মানুষের মধ্য একবার ঢুকে গিয়েছিলাম
তার ভিতরটা দেখব বলে -
নিজেকেই খুঁজছিলাম ।
প্রথমেই আমি বুকের মধ্য উঁকি মারলাম
যেখানে হৃদয় থাকে ,যেখানে ভালবাসা জন্মলয় ।
ঐ জায়গাটা আমার খুব প্রিয় ছিল ।
ভেবেছিলাম, এ জমি শুধু আমার , আমার একান্ত ।
বিশাল এই জমিনে শুধু আমারই পদচিনহ ,
শুধু আমার যাওয়া আসা !
শত পদচিনহে আমি আমাকে খুঁজছিলাম !
একটুও দাড়াইনি ওখানে ।
রক্তে সাতার কেটে কেটে সোজা উঠে
গিয়েছিলাম মাথার ভিতরে ,
যেখানে চিন্তার সাথে সাথে স্বপ্নেরাও খেলা করে ।
আমি সেই মাঠে অনেকের ভীরে আমি আমাকেই খুঁজছিলাম ।
আমি আমাকে দেখতে পাইনি ।
তারপর থেকে আমি আর কোণ স্বপ্ন দেখিনা ।
আমার কোণ স্বপ্ন নেই !
১৬ জুলাই ,২০১৬ সিউল ।