সব কবিতারা ঠিক কবিতা হয়ে উঠতে পারেনা
নাম পায়না , নামহীন কোথাও পড়ে থাকে
একেবারে নামহীন কোন ময়লার স্তূপে ,
একেবারে উলঙ্গ কোন বিবর্ণ আধো ছিঁড়ে ফেলা পাতায় ।
কেউ একজন কবি হতে চেষ্টা করেছিল ,নিরবে
তার ভাষা লিখেছিল , পথে পাওয়া কোন আধো ছেড়া পাতায়
বসে একা কোন পথের ধারে ,
আনমনে লিখেছিল "ভালবাসি তোমায়" -
"তোমায়" সেই তুমি তা "অট্টহাসি" হেসে উড়িয়ে দিয়েছিলে বাতাসে ।।