ক্ষরনটা বোধ হয় শুরু হয়ে গেছে।
একটু একটু করে পিচ্ছিল রাস্তাটা আরো সরু হয়ে পড়ছে।
কখনো সখনো একটু একটু আলোর রেখা উকি মেরেই,
আবার এতটা দূরে মিলিয়ে যাচ্ছে যে দেখতে কষ্ট হচ্ছে।
আমার শীথল বোধ লজ্জায় আরো অবনত হয়ে পরে অজান্তে মনান্তরে ।
পথ খুজে খুজে পথের মাঝেই পথ হারিয়ে ফেলে, হাতরায়।
আলো নিয়েই আলো খুজতে খুজতে ম্লান হয়ে পড়ছে নিজের আলোটাই।
তবুও’’ হাল ছেড়নার” মত একটা একটা বোধ
এখণো হাল না ছাড়ার পণ করে বসে আছে হাল ধরবে বলে।
জাগো বাহে! কুন্ঠে সবাই?