চলে যাবো
কিন্তু তার আগে দেখে নেব এক সমর যুদ্ধ!
দেখে নেবো উপুড় করে পুরনো ঘটি বাটি;
যা কিছু বিপরীতে মেলে!

শস্যদানা ছিলনা সঞ্চয়
কুড়িয়েছি ;
কুড়িয়ে পাওয়া আর কতটা
জমে?

খেয়ে যায় নিয়ে যায় পাখি
পারি না ফেরাতে
জানি তো জ্বালা যতটা ওর,
আছে যে আমারও ;
পারি না ফেরাতে!

পথ ফুরোবে বলে একদিন,
পথেই হাটি
ফুরোয় কই, কতটা এসেছি?
রাখিনে হিসেব।
তবুও ফুরোবে ফুরোবে
ভাবে এ মন, আর ভাবে
ফুরোবেই একদিন!

চলে যেতে তো চাই
মেলে যদি এতটুকু আশ্বাস  
চিন্তায় জড়ানো লতাপাতার ঠাই
চলে যেতে তো চাই।

শুয়োরের খামারি জীবন আর কতকাল?
হে আমার অভুক্ত আকাল!