মন ছুয়োনা
তুমি আমার
মন ছুয়োনা
মন ছোয়ার
এই নানান খেলার
যন্ত্রণা যে সয়না আমার
মনের কাছেই পরে থেকেও
মনের দেখা মিলল না।
মন ছূয়োনা
তুমি আমার
মন ছুয়োনা।

কত কাজে বিনাকাজে
কত যে গান গেয়েই যে যাই
সুরের সাথে সুর মেলাতে
বানীর মালা মিলল না
মন ছুয়োনা
তুমি আমার
মন ছুয়োনা।

যখন আকাশ একলা থাকে
দুচোখ মেলে তাকিয়ে থাকি
কি জানি কোন সুদুর পারে
গাইছে কে গান আমার সুরে?
তাহার দেখা মিলল না।
মন ছূয়োনা
তুমি আমার
মন ছুয়োনা।।

সিউল
১৪ জানুয়ারি ২০১৮