খুব বেশি ভাল'বাসতে নেই
ভালবাসার হিসেব নিকেশ
আগের মত ভাবতে নেই।
মনের মত আকাশ কোথায়?
উদাস বসা নদীর ধার
কাশবনের সেই সাদা হাসি
কোথায় এখন খুঁজি আর।
বিশাল বটবৃক্ষ ছিল
বিরান ছিল ক্ষেতের মাঠ
নদীর অনেক মতস্য ছিল
ছিল সাধুর ঘাটে মন্ত্রপাঠ।
দুপুরবেলা রৌদ্রতাপে
একটু বাতাস গাছের ছায়া
আম কাঠালের বনে বনে
উদোম গায়ে আর হাটতে নেই।
রাখাল ছেলের হাতের বাশি
শোনায় না আর রাখালিয়া ;
গোধূলি বেলার গোধূলিয়া
দেখার সুখে ভাসতে নেই।
সবুজ সবুজ পথের ধারে
ছোট্ট বাড়ি ছোট্ট ঘর
কলাগাছের ভেলায় চরে
শাপলা তোলা কিশোর কই?
'এই মেয়ে তোমার বাড়ি কোথায়?
- বাড়ি দিয়ে কি দরকার?
সরষে ক্ষেতে দাঁড়িয়ে থাকা
কাজল কালো আখি যার
এখনো আমি ভাবছি বসে
কি নাম যেন ছিল তার?।
সিউল
২৩ ডিসেম্বর ২০১৭