মনের চুলোয় আগুন লাগে
বাতাস লাগে বনে
ফাগুন রাঙা স্বপ্ন যত
ইচ্ছের গান শোনে।

ইচ্ছে গুলি ইচ্ছেমত
ইচ্ছে গড়াগড়ি
ইচ্ছে ইচ্ছে করে করে
অনিচ্ছাতেই  মরি।

বয়স বাড়ে বুঝতে শিখি
ইচ্ছে নেহাত ইচ্ছে
ইচ্ছে দিয়ে যায়না গড়া
জীবন নামের কিচ্ছে।

ইচ্ছে কি আর জীবন চালায়?
কিংবা ঘরের চুলো?
তাই-
ইচ্ছে গুলো ইচ্ছেমত
ধুলোয় কবর হলো!

সিউল
৬ জানুয়ারি ২০১৮