কই যে যাই;
বান্ধা পরাণ ভিটেমাটিতে গোছর, হাপিত্বেস;
বাধা কলমি লতাপাতা গুল্ম,কচুরিপানায় কি তৃষ্ণা মেটে? হেটে পুরনো রাস্তায় কিইবা মেলে প্রতিদিন?
ছুটে যাই আপন খেয়ালে কোনদিন
অচেনা রাস্তায়, অচেনা বন কিংবা নদী
আকাশও অচেনা -
কোন দূর পাহাড়ের পিছনে যেন নীল ক্যানভাস!
কোনদিন কোন প্রান্তরে একা দাড়িয়ে থাকা বৃক্ষের কাছে গিয়ে শুধিয়েছি - কেমনে আছো একা?
বলেছে হেসে - বৃক্ষরা একাই আজন্মকাল!
শুনেছি মানুষও একা কেউ কেউ,
শুনেছি তারাও খুজে ফেরে জীবন ' এক বৃক্ষকাল'!