নিজেই আগুন তাই সামলে চলি ;
আগে পিছে দেখি বারবার
তবুও আগুন তবুও চিৎকার!
তবুও ভীবৎস পোড়া মাংসের
গন্ধ টের পাই ;
শুকনো পাতার
মরমরে সুর কানে বাজে
বৃষ্টিহীন তপ্ত হাওয়ার ডানায় বিবর্ণ চিল ;
বিবর্ণ চিল - ঝরা পালকের
দিকে ছুটে ছুটে হয়রান ;
পেয়ে যায় আবার হারায়
পেয়ে যায় আবার হারায়
পেয়ে যায় আবার হারায়
খেলা চলে অবিরাম ;
তৃষ্ণার্ত বুক
তেষ্টা মেটায় যেন নদীতে আগুন!
পুড়ে যায় সব
স্বপ্ন পোড়ে যত্ন পোড়ে
ভরসারা সব ধোয়া হয়ে
উড়ে যায়!
তবুও আগুন ভরা বুক
আগুন নদীতেই খোজে
জীবনের স্বপ্ন শালুক!
সিউল
২০ জানুয়ারি ২০১৮