আধুনিক কবিতার মানুষ হবে
আনমনা, অগোছালো, এলোমেলো
কবিতার মানুষ হবে
অবিন্যস্ত চুলে বারবার হাত দেওয়া
কোন শ্যামল রুক্ষ পুরুষ
কবিতার মানুষ হবে
সিগারেট হাতে বৃষ্টিতে কোন গাছের নীচে আধ ভেজা দাড়িয়ে থাকা এক উদাসীনতায় উন্মত্ত এক আইসবার্গ
কবিতার মানুষ হবে
ময়লা জিন্সের উপর হাতাগুটানো চেক জামায় সাজানো এক বাগান, দৃষ্টি গভীর অসীমে,
পুষ্ট অণ্ডকোষের ভারবাহী এক আদম সন্তান।
সামাজিক বেড়াজালে আবদ্ধ কবি
কোন কবি নয়, কলমের আঁচড়ে
লিখে যাওয়া এক লেখক মাত্র!
রোম,ইতালি
১১/১২/২৩ইং