(০১)তুমি ফুলের গন্ধে

আজকে হটাৎ আদর করে
ঘুম পাড়িয়ে দিলে
কতদিন ধরে আমি নির্ঘুম
তুমি কোথায় ছিলে?

ঘুম আসে না এই চক্ষুদ্বয়ে
তোমার কথা ভেবে
ভাবতে থাকি কখন তুমি
আমায় ডাক দিবে।

ভালোবাসা স্নেহ ও মায়ার
পেলে খানিক ফোঁটা
পূর্ণ হতো প্রশান্তিতে মোর
মনের মণিকোঠা।

এতো কেয়ার আমার প্রতি
ছিলো তা অজানা
তোমার হৃদে হয়নি ঘোরা
ছিলে তাই অচেনা।

সাগরের মতো মনটা প্রিয়
এতটা যে প্রসস্থ
প্রাণের গহীনের ব্যথাপুঞ্জ
হলো তা সব ত্রস্ত্র!

আজকে দেখছি ফুল তুমি
আমার প্রাণের ফুল
তুমি ফুলের রূপের সুধার  
গন্ধে প্রাণ আকুল।

তুমি ফুলের রূপের আগুন
লেগেছে আমার চোখে
সত্যি করে বলছি তোমায়
ঠাঁই দিতে চাই বুকে।

তারিখঃ ১২/০৪/২০২২ইং
রাতঃ ১২:১৯ মিনিট।
আলীপুর, ফরিদপুর।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(০২)হে প্রাণ ভ্রমরী!

সু-স্বাগতম হে প্রাণ ভ্রমরী
এ হৃদয়ের কাননে
সকল ভ্রমর বিদায় দিলাম
তোমার আগমনে।

ছুটে এসেছিল পুষ্প গন্ধে
শুষিয়া নিতে মধু
দেইনি ফোঁটা রেখে দিছি
তোমার জন্য শুধু।

আজ মোর পাপড়িগুচ্ছে
মধুর সুরা পরিপূর্ণ
আসো হে প্রিয়জন খুঁজে
তল্লাটে হইগো চূর্ণ।

মোহনীয় মোদিনীর সাজে
নানান রং ও রূপে
আমরাও না হয় সাজবো
চাঁদের স্নিগ্ধ তাপে।

বাতাসের গায়ে হেলে-দুলে
পড়বো যে আহ্লাদে
যখনই তুমি ছুঁয়ে দিবে গো
ভাঁজে ভাঁজে হৃদে।

শোঁ-শোঁ আওয়াজে শুধুই
গন্ধ ভাসে এ প্রাণে
সু-স্বাগতম হে প্রাণ ভ্রমরী
এ হৃদয়ের কাননে।

তারিখঃ ২২/০৫/২০২২ইং
সন্ধ্যাঃ ০৬:৫৪মিনিট।