হৃদয়ে অনেক দুঃখ লুকিয়ে আছে আমার
তবু চেয়েছিলাম তোমার বেদনার পাহাড় সয়ে যেতে
চেয়েছিলাম তোমার উৎকর্ষ চাহুণি প্রাণবন্ত হাসিতে
নিজের ভিতর চেপে রাখা সুপ্ত ব্যাথাগুলি ভুলতে!
আঁধার নেমে এসেছিলো যখন ঝরেছিল আঁখিজল
তোমার আগমনে হৃদে আনন্দঝড় বয়েছিলো
হটাৎ যেন বসন্ত এসে জাগিয়ে তোলে অনুপ্রেরণা
ফুল ফোঁটে পাখি গায় যেন নতুন প্রাণ সঞ্চার হলো!
নিজেকে সদ্য ফোটা ফুল অনুভবী তোমার কাননে
তোমার পরশে প্রীতিময় আবেশে স্বস্তির নিঃশ্বাস
হাসির ঝিলিক আলোকময় পরিবেশে ঐ মুহূর্তে
জেগেছিল তোমার প্রতি প্রাণ জুড়ে অগাধ বিশ্বাস।
তোমার আঁচলে দিয়েছিলে একটু একটু করে মোরে
শীতল করা ছায়া যা হৃদয় আকৃষ্ট করেছিল বহুগুণে
বসেছিলাম তোমার পাশাপাশি আপন হয়ে ও প্রিয়
একটু মিষ্টি মধুময় তৃপ্তিপূর্ণ ভালোবাসার সন্ধানে।
দিনে দিনে পথ মধুর নীড়ে শুধু প্রণয়ের অপেক্ষায়
এক বুক আশা আর মিষ্টি স্বপ্নগাথা রঙিন জীবনে
এক আচানক আকস্মিক বিপর্যয় নেমে এলো সেই
ধু'ধু বালুময় মরুভূমি রুক্ষ দুপুর এলো এই কাননে।
দিনের শেষে মোর বাড়লো কেবলই বেদনা কত-শত
প্রাপ্ত সেই ব্যথার দানিতে আমার হৃদয় বেদনাহত
আসলে তুমি তো ঘুচবে ব্যথা, ঘায়ের সকল দাগ
মুছে যাবার নয় তবুও মুছে যাবে ব্যথার স্মৃতি যত।
তারিখঃ ০৩/০৩/২০২২ইং