কৃষ্ণ কালো ঐ মেঘের আড়ালে
রবির আলো ফুটবে তবে ফুটবে,
আলোর নেশায় আলোর খোঁজে
তরুণ তুমি ছুটবে যখন ছুটবে।
তিমির জাহান দস্যুদের দলবলে
পায়তারা খুব করছে ওরা করছে,
বিত্ত পূজায় বিভোর হলো আজই
ভুগান্তিতে ধরছে পুরোই ধরছে।
সত্যবাদী আজ সত্য কথা বলবে?
তাদের মুখে মারছে তালা মারছে,
ভালো লোকের ঠাই আজ কোথায়
অন্যায় ভাবে ভরছে জেলে ভরছে।
কালো টাকার ঐ ধনী বিত্তবান
শ্রদ্ধা ভরে ডাকছে তারে ডাকছে,
জীর্ণ শীর্ণ বস্ত্র-গাত্র দেখো যার
ক'জন আছে রাখছে খবর রাখছে।
আঙুল ফুলে হচ্ছে কলাগাছ
হটাৎ করে গড়ছে দালান গড়ছে,
দেশের সম্পদ লুট করে আজ যারা
বিদেশে করছে পাচার করছে।
জাগাতে হবে মোদের তাড়াতে ওদের
রক্ত ধুলি লাগছে গায়ে লাগছে,
পালিয়ে যাবে অসুরদের ঐ দল
দেখবে যখন জাগছে তরুণ জাগছে!
তারিখঃ ৩০/০৫/২০২২ইং
দুপুরঃ ০২:৫৫মিনিট।