মেকি সোনা দেখে চোখ ঝলসালি
আসল চিনলি নারে
নাপাক জলেতে কভু ও কি তোর
নাপাক ধুইতে পারে ।

এমনিতেই তুই চক্ষে দেখিস কম
যা দেখিস তা-ও দুচোখের ভ্রম
উজ্জ্বল নভে নয়ন মেলিয়া
আঁধার দেখিস আরে ।।