ভাইরাল হওয়ার ভূত চেপেছে
কারো মাথায় দেখি
টাইম লাইনে উল্টা-পাল্টা
করছে লেখালেখি ।
কোন খবরে জনগণ সব
ইমোশনাল হবে
লাইক, কমেন্ট, শেয়ার পেলেই
ভাইরাল বন্ধু তবে ।
কেউ করে যায় গালাগালি
দেয় কেউ মিথ্যা খবর
কেউ তো আবার ফেসবুকে দেয়
জিন্দা মানুষ কবর ।
চিন্তা কীসের খারাপ বললে
আমায় পুরো মুলুক
তবুও আমার ভাইরাল হওয়ার
রাস্তাটা তো খুলুক !
তারিখঃ ০৫/০১/২০২৩ইং