ভুলে গেছি প্রিয় হারানোর ব্যথা
তবুও দীর্ঘশ্বাস
অন্ধকার ও দু-চোখের জলে
আমার-ই বসবাস।

কত মমতায় জড়িয়ে হৃদয়
অবশেষে দিলে ছুঁড়ে
তাই-তো আমার কাব্য সাজলো
ব্যথার করুণ সুরে।