ভাষার মাসে রফিক সালাম
তাদের মনে পরে
ভাষার জন্য জীবন দিলো
যারা অকাতরে ।
বাংলা মায়ের দামাল ছেলে
ছিল বাংলা ভক্ত
মায়ের ভাষা রক্ষা করতে
ঝরলো বুকের রক্ত ।
যাদের জন্য বাংলা ভাষা
পেলাম আমরা ফিরে
দোয়া করি ঠাঁই দিও রব
সুখের স্বর্গ নীড়ে ।