হারাম প্রেমের শিকল হতে
মুক্ত হয়ে যাবো
তবেই আমরা মহান প্রভুর
ভালোবাসা পাবো ।
রবের জন্য ত্যাগ করি আজ
তুচ্ছ ভালোবাসা
হৃদয় মাঝে পুষি কেবল
রব কে পাবার আশা ।
বুকের মাঝে হৃদয় আছে
কেবল প্রেমের লাগি
হৃদয় জগত মাওলা ছাড়া
হয় না ভাগাভাগি ।
হৃদয়ে আজ ঠাঁই পেয়েছে
এই দুনিয়ার মায়া
তাই তো আজকে ভুলে গেছি
দয়ার প্রতিচ্ছায়া ।
যাঁর দয়াতে বেঁচে আছি
জীবন যাচ্ছে ভালো
তাঁর থেকে আজ দূরে সরে
হৃদয় করছি কালো ।
রবকে পেতে ইবনে আদহাম
রাজত্ব ত্যাগ করে
সব কুরবানী করে তারপর
রবের প্রেমে পড়ে ।
গাইরুল্লাহ্ সব ছিন্ন করে
হৃদয় করলে খালি
তবেই পাবো মহান প্রভুর
ভালোবাসার ডালি ।