হৃদয় রাজ্য উজাড় হলো
মাওলা তোমার প্রেমে
জীবন চলার গতি পথটা
হটাৎ গেলো থেমে ।
বসে পড়লো গভীর ভাবনায়
হিসাবনিকাশ কষে
সময় নেই আর, দীর্ঘ সফর
ক্যামনে আছি বসে ।
তোমার মধুর ডাক শুনে মন
হলো দিশেহারা
তোমার খোঁজে ছুটছে হৃদয়
একদম পাগলপারা ।
পাপের থেকে দাও গো এবার
আমায় চির মুক্তি
প্রভু তোমার সাথে হোক না
ভালোবাসার চুক্তি ।
খুঁজে পেলাম যখন আমি
আউলিয়ারই গলি
রেখো আমায় এই পথে রোজ,
বানাও খাঁটি ওলী ।
তুমি আমার আমি তোমার
চূড়ান্ত হোক আজি
তুমি চাইলে আমার জীবন
রাখতে পারি বাজি।