ভালোবাসি প্রিয় তোমায়
বাসবো ভীষণ ভালো
খুঁজে বেড়াই দিগ-বিদিকে
ভালোবাসার আলো।
কতোই মধুময় জানি গো
তোমার মায়ার আঁচল
সরলে দূরে জীবনে আসে
এক অশান্তির অনল।
ভালোবাসার ছিটে-ফোঁটা
দান করেছো যেদিন
তোমার তরেই উৎসর্গিত
করেছি জীবন সেদিন।
চায় না হৃদয় তুমি ছাড়া
কখনো ভীন কিছু
মোর প্রিয়জন তুমি হীনা
জীবন পুরাই মিছু।
চলি যখন তোমার পানে
পথে হাজার বাঁধা
কতবার সম্মুখীন করলো
এসে পাপের ধাঁধা।
ভালোবাসার টানে তুমি
তুলেছ বারংবার
মায়া ছিল না হলে আজ
এই জীবন ছারখার।
পুষ্প-কাননে হাজার বার
নিয়েছো যখন তুমি
সেই সুবাস মুখরিত এক
জীবন চাই গো আমি।
সত্যি বলতে দেখছি ভেবে
তুমি হীন সব কালো
খুঁজে বেড়াই দিগ-বিদিকে
ভালোবাসার আলো।
তারিখঃ ২৪/০৭/২০২২ইং
দুপুরঃ ০২:২৮ মিনিট।