ভালো লাগে ভালোবাসতে তাইতো ভালোবাসি
তোমার তরে শ্বাস-প্রশ্বাসে নিজেকে দিই ফাঁসি ।
মাটির ঘরে বসত করে— আরশ রাখছি বুকে
নয়তো আমি যাররাসম তোমার জাত সম্মুখে ।
তবু কেবল তোমার প্রেমেই বেহুশ বারোমাসি ।।
ফুল কাননে ফুলের সোভায় পরান নাহি ভরে
সকালের ফুল বিকাল হলেই যায় সোভা তার ঝরে ।
পূর্ণিমাতে চাদের জোছনা আলোর ঝলকানিতে
মন কাড়ে না এখন তো আর তারার চাহনিতে ।
প্রেম জগতে নূর তরঙ্গ দেখছি রাশিরাশি ।।
সকল রুপের আড়ালে এক রূপের জোছনা দেখি
হাজার ফুলের গন্ধমাখা, মন কাড়ে সে একি ।
সব উপমা শেষ হয়ে যায়, বর্ণনা রয় বাকি
এতো সুন্দর এতো মহান আমার প্রানের সাকি ।
আমিই আমার প্রেম মোহনার চির সর্বনাশী ।।
নফস শয়তান শত্রু আমার চারদিকে দেয় বেড়া
আঁধার হয়ে যায় গো আমার আলোকিত হেরা ।
সাকি আমায় আলো দানেন প্রেমিকের মাহফিলে
শত্রুকে বধ করার শক্তি দেন যে আমার দিলে ।
বুকের ভেতর আগুন নিয়ে উচ্ছ্বাসে যাই হাসি ।।
ভিতরে ঝড় বয়ে যাক না তবু কেউ না দেখুক
চাই না মোদের প্রেম বৃত্তান্ত দুই কাতেবীন লেখুক ।
পৃথিবী টা চলুক ওরই নিজের গতি মতো
আমি চলবো প্রেমের পথে তোমার ইচ্ছেমতো ।
বন্ধুদেরে ডাকি আয় রে— প্রেম জোয়ারে ভাসি ।।
তারিখ: ২৩/০৯/২০২৪ইং
সন্ধ্যা: ০৭:২৮ মিনিট।