আমি যে তোমার প্রেম জগতের সীমানা দেখতে চাই
তুমিহীন আর এই গোলামের কোন বান্ধব নাই ।
শূন্যতা দেখো হৃদয় চিরিয়া, আমি কী কামনা করি
হর্ দমে-দমে পথে পথে ওগো তুমি তুমি করে মরি ।
এইতো তোমাকে অনুভব করি তবুও পাইনা দেখা
খুঁজিতে তোমাকে হারিয়ে যায় যে আমার দৃষ্টিরেখা ।
তোমার নেশায় বাড়ছে কেবল পরানে উন্মাদনা
শরীরের হর্ লোমকূপে গায় তোমারই বন্দনা ।
চক্ষে পিয়াস, কর্ণে পিয়াস, পিয়াস অঙ্গ পরে
তোমার শোভায় মরছে নিত্য আরিফ একলা ঘরে ।
বিরহ আগুন জ্বলছে গোপনে কেউ নাই তাহা দেখে
কেমনে বলবো কে বুঝবে গো, বুকেতে হাতটা রেখে ।
এ প্রেমের পথ আরো বহুদূর, চলতে আমি গো রাজি
মনজিল তক্ পৌঁছাতে মোর জীবন ধরবো বাজি ।
ক্ষুদ্র একটু অন্তর মম, তবু হিম্মত কত
তোমার লাগিয়া কোরবান হবো সাধ্য আমার যত ।
আউলিয়াদের সিনায় যেমনি তোমার প্রেমের ঝড়
আজ বুঝি ওগো তেমনি তপ্ত লাভিয়াছি অন্তর ।
তুমিহীন আর জীবন জুড়িয়া কোন নেশা বাকি নাই
মুসার মতোই ‘লান তারানী’ যে আমিও শুনতে চাই ।
মাত্রাবৃত্ত ছন্দ: ৬+৬+৬+২
তারিখ: ১৩/০৯/২০২৪ইং
সন্ধ্যা: ০৭:৩৬ মিনিট ।