(০১)তুমি আমি
হে প্রিয়জন জানো তুমি?
কতটা ভালোবাসি
তোমার বদন মলিন হলে
দুঃখ সাগরে ভাসি।
ভালোবাসার সীমারেখা
আদৌও জানা নাই
এই জীবনের সঙ্গে শুধু
প্রিয় তোমাকে চাই।
তুমি থাকলেই মরুভূমি
আমার ফুলবাগান
তোমার অনুপস্থিতিতে
সত্যি মরবে জান।
দূরে যেওনা পলক তরে
মৃত্যুপ্রায় মোর লাগে
আজ নিশিতে হস্ত তুলে
হৃদয় তোমায় মাগে।
তুমি আমি সাজাবো গো
প্রানবন্ত ফুল বাগান
জীবন জুড়ে ছড়িয়ে দিব
প্রিয় গন্ধ অফুরান।
(০২) ভালো থেকো
জীবন জুড়ে বিকেল ভরে
ছিলে স্বপ্ন সাথী
জ্বালাও তুমি সেদিন হতে
মনের ঘরে বাতি।
রোজ নিশিতে জ্যোৎস্না হয়ে
আমার জানালাতে
আলোর ছটায় জরিয়ে বুক
বসলে বিছানাতে।
ঘুম ভেঙে জাগ্রত রাখলো
তোমার গভীর টানে
অপলক দৃষ্টি চেয়েই থাকে
তোমার ওষ্ঠ পানে।
চোখের পরে চোখ রেখে মোর
দৃষ্টি ফেলার নেশা
ছন্দ ছাড়া কাব্য গড়ার
অদম্য এক পেশা।
আজ আকাশে ছেয়ে গেছে
কালো মেঘের ছায়া
আজকে নেই যে তোমার মনে
আমার জন্য মায়া।
ভালোবাসা হেরে গেলো
তোমার ধোঁকার তরে
এই জীবনের শুন্য খাঁচা
শুন্যই রবে পরে।
ভালো থেকো সারা জীবন
দুঃখ গুলো ভুলে
সুখের কাজল না মুছে যাক
নোনতা চোখের জলে।
তারিখঃ ০৬/০৯/২০২২ইং