০১.
আমার যখন মনটা খারাপ
নাওনি একটু খোঁজ
মন খারাপের আকাশে মেঘেরা
বর্ষণে-ই নিখোঁজ ।

০২.
রেখো, ফুলপরি নিজেকে ফুলের
পাপড়িতে ভাজ করে
আসবো তোমার মধু সাক্ষাতে
ফাগুনের হাত ধরে ।

০৩.
তুমি ভালোবাসা দিয়েছো যেমন
যদি চোখে দিতে জ্যোতি
প্রাণ ভরে রোজ দেখতাম আমি
প্রিয় জালওয়া মতি।

০৪.
চন্দ্র রবির মতোই আমার
গ্রহণ লাগে যে প্রায়
কি বলিবো সেই অনুভূতি
বোঝানো ভীষণ দায় ।

০৫.
এ কোন আজীব বালায় ধরলো
দেখছি না হায় তারে
অন্ধের মতো ভালোবেসে চাই
বুকের বাঁপাশে যারে।

০৬.
আগের থেকে অনেক বেশি
বদলে গেছে স্বভাব,
চারিদিকে চেয়ে বুঝলাম
শুধুই তোমার অভাব।

০৭.
নারীকে ফুলের উপমায় দেখা যায়
যদি গোলাপের মতো হয়,
রূপে, গন্ধে পূর্ণ।
তার হালকা কাঁটার আঁচড় ভালোবেসেই
সয়ে নেওয়া যায়।