মাঝ নদীতে তুফান যদি ওঠে, মাঝি কি যায় মরে?
নৌকা যদি না ডুবে যায় আসতে পারে তীরে।
হয়তো একটু তুফানের বেগে মাঝ নদীতে ঘোরে
নৌকা যদি না ডুবে যায়, মাঝি কি যায় মরে?
ঝড়ের চোটে পাল ছিঁড়ে যায় বৈঠা যায় হারিয়ে
ভয়ে করে পরান থর থর, কলিজা যায় শুকিয়ে।
নৌকা যদি ঠিক থাকে, তক্তা না যায় চুড়ে
নৌকা যদি না ভেঙ্গে যায়, মাঝি কি যায় মরে?
পাল ছেড়া বৈঠা ছাড়া নৌকায় মাঝি একা
জোয়ার যেদিক চলছে সেদিক স্রোতে আঁকা বাঁকা।
অসহায়ের মত মাঝি ফিরছে একা ঘুরে
নৌকা যদি না হারায় মাঝি কি যায় মরে?
ঢেউয়ের মাঝে দুলছে নৌকা এপাস ওপাস করে
জোরে বাতাস বইছে তরী পানিতে যায় ভরে
তুফান তো আর চিরদিনই বয়না নদীর পরে
নৌকা যদি না তলায় মাঝি কি যায় মরে?
এমন করে এই জীবন চলার পথে অনেক ঝড়
থাকতে হবে সৎ-সাহসী প্রাণ, অবিচল অনড়।
কিসের ভয়ে দমবে তুমি ক্লান্ত হয়ে যাও কেন?
চলো দুর্বার অগ্রে পথিক খানিক পথ বাকি যেন!
তারিখঃ ২৭/০৬/২০১৬ ইং