কোথায় গিয়ে পাপ করিলে
দেখবে না মোর রবে?
সেথায় গিয়ে খুব লুকিয়ে
পাপ করে যাস তবে।
পাপের মাঝে নিজের ক্ষতি
বোধ নেই কপালপোড়া
তবুও কেন পাপে ডোবাস
দেহের আগা-গোড়া।
বল্ না আমায় কী মজা পাস
পাপ করিয়া বোকা
পাপ তো আগুন তবু মত্ত
তুই কী কচি খোকা!
ইচ্ছে করে কোন শিশু
দেয় আগুনে হস্ত?
নিজের ভালো বুঝিস না তুই
হইলি পাগল মস্ত।
এক মিনিটের পাপের মজায়
জ্বলবি জাহান্নামে
হাজার-লক্ষ্য বছর পুড়বি
কৃত পাপের দামে।
সোজা হয়ে এখনো যা
প্রভুর দয়ার দ্বারে
একবার নয় হাজারো বার
ডাকতে থাক'রে তাঁরে।
তাওবা যদি কবুল করেন,
নেন গো মায়ার কোলে
সফল হবি দো-জাহানে
ডাকবেন বন্ধু বলে।
লজ্জাশরম কম কেন তোর
নেই কেন শুকরিয়া
পালেন যিনি তাঁর অবাধ্য
কেমন বল তুই হিয়া?
কুকুরও তো শুকুর করে
এঁটো খাবার খেয়ে
তুই কেমনে নাফরমান হলি
এত্তো কিছু পেয়ে।
এতোকিছু পেয়েও তুই
করলি না'রে শুকুর
তোর চেয়ে দেখ্ অনেক ভালো
নর্দমার ওই কুকুর।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ২৫/১১/২০২২
রাতঃ ০৯:৫০ মিনিট
বিঃদ্রঃ কবিতাটি নিজের নফসকে সম্মোধন করে লেখা। ভিন্ন কাউকে উদ্দেশ্য করে নয়।