অনেক দিন ধরে কবিতা লেখা হয় না
আজ তুমি চাইলে তাই একটা লিখলাম।
জানো, তোমার কথা মনে হলে থেমে যায় কিছু সময়ের জন্য হৃদ-স্পন্দন
বিরহী ফুল ফোঁটে দুচোখের আঙিনায়
ঠিক যেন মুক্তার মতো জ্বলজ্বল করে।
আজ সারাদিন মেঘ ছিল না, হটাৎ এক পশলা বৃষ্টির আগমন।
বৃষ্টিতে ভিজছি ওর থামা অব্দি
অতঃপর তোমাকে মনে করে একটা কবিতা
যেখানে তোমার অস্তিত্ব দেখি না, শুধু অগোছালো স্মৃতিচারণ।
বিষাদের মেঘ যেন ছেয়ে গেছে এবার
মনের আকাশ জুড়ে জমকালো আয়োজন।
এভাবেই নিজেকে বন্দি করে রাখবো তোমার অনুভবে আর কিছুক্ষণ।
তারিখঃ ১২/১০/২০২২ইং
বিকালঃ ০৫:০৫ মিনিট।