তোমার মতো কে আর আছে
এতো ভালো জানে
সোহাগ মেখে দয়ার হস্তে
নিজের কাছে টানে।
একটি ফোঁটা পানি হতে
সৃজন করে তুমি
আবাদ করছো বনী আদম
পুরো বিশ্ব ভূমি।
বিশ্বটাকে সাজিয়েছো
ফল, ফুল আর উদ্ দানে।।
বাঁচার জন্য আলো দিলে
দিলে খাদ্য পানি
বাতাস দিলে প্রাণ জুড়ানো
শ্বাস-প্রশ্বাসে টানি।
ঘ্রাণ শুঁকিতে নাক দিয়েছো
দেখার জন্য আঁখি
চলার জন্য পা দু’টো মোর
হাত যে কাজে রাখি।
শক্তি দিলে সাহস দিলে
প্রভু সর্ব খানে।।
এতো কিছু দিলে আমায়
সবই বুঝি জানি
তারপরেও অবাধ্য হই
করি নাফরমানি।
তাওবা করলে ক্ষমা করো
টেনে নিয়ে কোলে
তুই যে আমার প্রিয় বান্দা
ভালোবেসে বলে।
তারপরেও পদে পদে
চলি অসাবধানে।।
জীবনের পর মরণ আছে
কবে জানি আসে
স্মরণ হলে মৃত্যুর কথা
অশ্রুতে বুক ভাসে।
মিছে মায়া ছেড়ে আমার
চলে যেতে হবে
মাটির ঘরে থাকবো পরে
দেখবে না কেউ ভবে।
দয়া করে রক্ষা করো
ভয়-ভীতি না হানে।।
স্বরবৃত্ত ছন্দঃ ৪+৪+৪+২
তারিখঃ ২০/১০/২০২২ইং
দুপুরঃ ১২:১৬ মিনিট।